Site icon Jamuna Television

মেসি-নেইমারের দারুণ রসায়নে প্রতিপক্ষের জালে ৫ গোল পিএসজির

ছবি: সংগৃহীত

বড় জয়ে মৌসুম শুরু করলো ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দুই বন্ধু মেসি-নেইমারের দারুণ পারফরম্যান্স আর দারুণ বোঝাপড়ার ম্যাচে ক্লেরমোঁকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে প্যারিসের ক্লাবটি।

ফ্রেঞ্চ লিগ নিজেদের প্রথম ম্যাচে এমবাপ্পেকে ছাড়া মাঠে নামে পিএসজি। অ্যাওয়ে ম্যাচে ক্লেরমোঁর বিপক্ষে এগিয়ে যেতে মাত্র ৯ মিনিট সময় ক্লাবটি। মেসির বুদ্ধিদিপ্ত ফ্লিক থেকে পাওয়া বলে নিখুত ফিনিশিংয়ে স্কোরশিটে প্রথম নাম তোলেন নেইমার। ২৬ মিনিটে দ্বিতীয় গোল পায় পিএসজি। এবার মেসি-নেইমারের বিল্ডআপ কাজে লাগিয়ে পিএসজির ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ হাকিমি। ৩৮ মিনিটে নেইমারের নিখুঁত ফ্রি কিকে মাথা ছুয়ে দলের তৃতীয় গোল করেন পিএসজি অধিনায়ক মারকুইনহোস।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধে ম্যাচের পুরো আলো কেড়ে নেন মেসি। ৮০ মিনিটে নেইমারের নিঃস্বার্থ পাসে নিজের প্রথম গোল করেন মেসি। তবে ৮৬ মিনিটে নিজের সেরা ছন্দের ঝলক দেখান আর্জেন্টাইন জাদুকর। জাতীয় দলের সতীর্থ লিওনার্দো পারেদেসের অ্যাসিস্টে দুর্দান্ত ব্যাকহিল ভলিতে পিএসজির ৫-০’র জয় নিশ্চিত করেন এই ক্ষুদে জাদুকর। গেল মৌসুমে নিজের ছায়া হয়ে থাকলেও মেসি-নেইমারের এই ফর্মে উচ্ছ্বসিত পিএসজি সংশ্লিষ্টরা।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে মৌসুম শুরু করেছে চেলসি। তবে সাউদাম্পটনের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে টটেনহ্যাম।

জেডআই/

Exit mobile version