Site icon Jamuna Television

করোনামুক্ত হলেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। শনিবার (৬ আগস্ট) বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর এএফপির।

কেভিন জানান, ২য় দফা নমুনা পরীক্ষা পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে প্রেসিডেন্ট বাইডেনকে। গত ২১ জুলাই করোনাভাইরাস শনাক্ত হয় জো বাইডেনের শরীরে। ৯ দিন পর করা পরীক্ষায় আবারও পজেটিভ চিহ্নিত হন তিনি। তবে গুরুতর কোনো শারীরিক জটিলতায় ভোগেননি বলে জানিয়েছেন বাইডেন। আইসোলেশনে থেকেই সারেন দাফতরিক কাজ।

বাইডেনের নিয়মিত দাফতরিক সময়সূচি অনুযায়ী আগামী সোমবার তিনি দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেন্টাকিতে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাবেন।

এটিএম/

Exit mobile version