Site icon Jamuna Television

মুক্তি পেল ‘হাসিনা পার্কার’

মুক্তি পেল বলিউডের আলোচিত সিনেমা ‘হাসিনা পার্কার’। ভারতের অন্যতম শীর্ষ নারী সন্ত্রাসী হাসিনা পার্কারের আত্মজীবনীর উপর ভিত্তি করে সিনেমাটি বানানো হয়েছে। এই হাসিনা পার্কার কুখ্যাত অপরাধী দাউদ ইব্রাহিমের বোন। ফলে, সিনেমাটিকে ঘিরে আগ্রহও তুঙ্গে।

‘হাসিনা পার্কার’এ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ‘আশিকি-২’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে, আজ ২২ সেপ্টেম্বর ১ হাজার ১০০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি।

ধারণা করা হচ্ছে মুক্তির প্রথম সপ্তাহেই ‘হাসিনা পার্কারের আয় দাঁড়াতে পারে ৭ কোটি রুপি।

ভারতে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম মুম্বাই থেকে পালিয়ে যাবার পর তার বোন হাসিনা পার্কারের মাধ্যমে দূর থেকে অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করতে থাকে। কালক্রমে হাসিনা পার্কার হয়ে ওঠে আন্ডারওয়ার্ল্ডের ত্রাস। সম্পূর্ণ ভিন্ন এই চরিত্রে  শ্রদ্ধা কাপুর কতটা দর্শক মাতাতে পারেন সেটিই এখন দেখার বিষয়।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version