Site icon Jamuna Television

টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, ডুবে গেছে অর্ধশতাধিক গাড়ি

ছবি: সংগৃহীত।

টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক এলাকা। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কাদামাটির নিচে আটকে পড়েছে অর্ধ শতাধিক গাড়ি। আটকে পড়েছে হাজারের বেশি মানুষ। খবর দ্য গার্ডিয়ানের।

গত ২৪ ঘণ্টায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অঞ্চলটিতে। এতে পানিতে তলিয়ে যায় পার্কের ভেতরের সড়ক। প্রাণহানি এড়াতে এরই মধ্যে পার্ক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই সরিয়ে নেয়া হয় ৫ শতাধিক দর্শনার্থীসহ ১ হাজারের বেশি মানুষ।

বন্যার কারণে পার্কিংয়ে থাকা অন্তত ৬০টি গাড়ি ডুবে যায়। স্থানীয় হোটেল ও দোকানপাটেও ঢুকে যায় পানি। তবে দুর্যোগে হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকাটিতে এখনও উদ্ধারকাজ চালাচ্ছে জরুরি বিভাগ। একই সাথে চলছে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের কাজ।

এসজেড/

Exit mobile version