Site icon Jamuna Television

মথুরায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও শ্বশুড়বাড়িতে পাঠিয়ে গ্রেফতার ৩

প্রতীকী ছবি।

উঠানকর্মী হিসেবে কাজের জন্য সংশ্লিষ্ট অফিসে ফর্ম পূরণ করতে গিয়েছিলেন এক নারী। তবে অভিযোগ উঠেছে, সেখানে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন তিনি। পরে, সংঘবদ্ধ ধর্ষণের সেই ভিডিও ভুক্তভোগী নারীর শ্বশুরবাড়িতে পাঠায় অভিযুক্তরা।

ভারতের মথুরায় ঘটেছে এমন কাণ্ড। স্থানীয় পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে এরইমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ২৮ মে উঠানকর্মী হিসেবে কাজের আবেদন করতে স্থানীয় জনসেবা কেন্দ্রে গিয়েছিলেন ভুক্তভোগী ওই নারী। সেখানে ওই কেন্দ্রের দুই অপারেটরসহ চার ব্যক্তি ভুক্তভোগী নারীকে যৌন হেনস্থা করেন। সেই সময়ের ভিডিও করে রাখে অভিযুক্তরা। পরে সেই ভিডিও তারা পাঠায় ওই নারীর শ্বশুরবাড়িতে। এরপরই এই ঘটনা জানাজানি হয়।

আরও পড়ুন: সৌদিতে স্ত্রী ও দুই সন্তানকে বাঁচিয়ে ট্রেনে কাঁটা পড়লেন বাবা

পুলিশ জানায়, এই ঘটনায় যে মূল অভিযুক্ত সে ভুক্তভোগী নারীর বাপের বাড়ির গ্রামের বাসিন্দা। তারা এক সঙ্গে পড়াশোনা করেছে বলেও জানায় পুলিশ।

সূত্র: আনন্দবাজার।

জেডআই/

Exit mobile version