Site icon Jamuna Television

শিশুদের পরীক্ষামূলক করোনা টিকা প্রয়োগ শুরু ১১ আগস্ট

সবকিছু ঠিক থাকলে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের আগামী ১১ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেয়া হবে।

রোববার (৭ আগস্ট) সকালে রাজধানীর মহাখালীতে মাতৃদুগ্ধ পান সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান শেষে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, পরীক্ষামূলক টিকা কার্যক্রমের পর কিছুদিন অপেক্ষা করা হবে। এরপর ২৬ আগস্ট থেকে শিশুদের পুরোদমে টিকা কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন করে আরও ১৫ লাখ টিকা পাওয়া গেছে। শিশুদের তালিকা সংগ্রহের কাজ চলছে। টিকা দেয়া হবে যার যার স্কুল থেকে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ মালেক জানান, শিশুদের নিবন্ধন জটিলতার বিষয়টি তিনি এখনও জানেন না। এর আগে মাতৃদুগ্ধ পান নিশ্চিতে সবার সহযোগিতা আশা করেন, এ বিষয়ে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

/এমএন

Exit mobile version