Site icon Jamuna Television

প্যাভিলিয়নে শান্ত, রিয়াদের মন্থর ব্যাটিংয়ে কমেছে রানের গতি

ছবি: সংগৃহীত

দারুণ সূচনার পরও মাঝের ওভারগুলোয় নিয়মিত উইকেট হারিয়ে কমে গেছে বাংলাদেশের রানের গতি। মুশফিকুর রহিমের পর নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদের মন্থর ব্যাটিংয়ে টাইগারদের রান রেট নেমে গেছে ৫’রও নিচে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে তিনশোর বেশি রানও যে বাংলাদেশের বোলিং ইউনিটের সামনে খুব একটা নিরাপদ না, সেটি দেখা গেছে প্রথম ওয়ানডেতে। সেজন্যই হয়তো ইনিংসের শুরু থেকেই রানের গতি ৬’র বেশি রাখার চেষ্টা করে গেছেন তামিম-এনামুলরা। এই দুজনের বিদায়ের পরও নাজমুল শান্ত-মুশফিকরা রানের গতি সচল রেখেছিলেন।

তবে আবারও জোড়া উইকেট হারানোর পর ইতিবাচক ব্যাটিংয়ে যেন বিরতি নিয়েছে বাংলাদেশ। আর এর জন্য চোখে পড়ছে মাহমুদউল্লাহর রান-বলের সমীকরণ। এই অভিজ্ঞ ব্যাটার খেলে যাচ্ছেন পঞ্চাশের কিছুটা বেশি স্ট্রাইক রেট নিয়ে। সাথে আছেন আফিফ হোসেন, তার রান ১৩ বলে ১০। আর মাহমুদউল্লাহ ব্যাট করছেন ৪১ বলে ২২ রান নিয়ে।

আরও পড়ুন: ম্যানচেস্টারে শুরু ইপিএল: হাল্যান্ড খেলবেন, রোনালদোতে সংশয়

/এম ই

Exit mobile version