Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় জ্বালানি তেল পরিমাণে কম দেয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের পরিমাণ কম দেয়াসহ বিভিন্ন অপরাধে দুটি ফিলিং স্টেশনকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার (৭ আগস্ট) দুপুরে ওই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে কম তেল দিয়ে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে মেসার্স কে এম ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে তেলের পরিমাণ কম দেয়ার বিষয়টি প্রমাণিত হলে ওই ফিলিং স্টেশনের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স দামুড়হুদা ফিলিং স্টেশনকে আমদানিকারকের ট্যাগ ও মূল্যবিহীন মোবিল বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগীতা করেন দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি টিম।

এসজেড/

Exit mobile version