Site icon Jamuna Television

রোগীর নাকের মধ্যে জোঁক, অজ্ঞান নার্স!

দুই সপ্তাহ ধরে নাকের ভেতরে বেজায় অস্বস্তি অনুভব করছিলেন দক্ষিণ চীনের বাসিন্দা ৫১ বছর বয়সী এক ভদ্রলোক।

সেই সঙ্গে চলছিল নাক থেকে ক্রমাগত রক্তপাত। চিকিৎসার জন্য তিনি পৌঁছান স্থানীয় বেইহাই পিপলস হসপিটালে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’র প্রতিবেদন বলা হয়েছে, চিকিৎসক জিওগুয়াংগ বেইহাই পিপলস’হসপিটালের ইএনটি বিভাগীয়প্রধান। তিনি ওই ব্যক্তিকে শান্ত থাকতে বলেন এবং খুবই সাবধানে তার নাক থেকে একটি জোঁক বের করে আনেন। জোঁকটিকে দেখে চোখ ছানাবড়া হয়ে যায় রোগীর।

হাসপাতালে নাক থেকে জোঁকটিকে বের করে আনার দৃশ্য দেখে এক নার্স অজ্ঞান হয়ে পড়েন।

জানা গিয়েছে, ভদ্রলোক কর্মসূত্রে ইউনান প্রদেশে থাকেন। সম্প্রতি তিনি নাকে রক্তক্ষরণ নিয়ে বাড়ি ফিরে আসেন। তার স্ত্রী দেখতে পান, নাক থেকে কিছু একটা উঁকি দিচ্ছে। তার পরেই তাকে বেইহাই পিপলস’ হসপিটালে নিয়ে যাওয়া হয়। নাকে অ্যান্ডোস্কোপি করে দেখা যায় সেখানে এক জোঁক অবস্থান করছে।

Exit mobile version