Site icon Jamuna Television

রূপালী ব্যাংকে খেলাপি ঋণের হার এক অঙ্কে নামিয়ে আনার নির্দেশ

রূপালী বাংকের খেলাপি ঋণের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ। বলেন, শাখা পর্যায়ে ঋণ আদায় কার্যক্রম জোরদার করতে হবে।

রোববার (৭ আগস্ট) সকালে রূপালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় এ নির্দেশনা দেন তিনি। ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হকের সভাপতিত্বে এদিন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে পরিচালনা পর্ষদের সদস্যসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবায় চেয়ারম্যান বলেন, বড় ঋণের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অর্থায়নেও গুরুত্ব দেয়া হচ্ছে। এতে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি দেশে নতুন কর্মসংস্থান তৈরি হবে। এসএমইতে অর্থায়নের মধ্যদিয়ে ব্যাংকের ঝুঁকিও কমে আসবে বলে মনে করেন তিনি। ২০২১ সালের জন্য ব্যাংকের শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

/এমএন

Exit mobile version