Site icon Jamuna Television

ভারতের আপত্তি, চীনা সামরিক জাহাজকে নোঙর ফেলতে দিল না শ্রীলঙ্কা

ভারতের কড়া আপত্তির মুখে চীনা সামরিক জাহাজের প্রবেশাধিকার স্থগিত করলো শ্রীলঙ্কা। শনিবার (৬ আগস্ট) চীনের দূতাবাসকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে লঙ্কান পররাষ্ট্র মন্ত্রণালয়।

লঙ্কান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, পরবর্তী আলোচনা না হওয়া পর্যন্ত জাহাজটি যেন লঙ্কান বন্দরে প্রবেশ না করে। ১১ আগস্ট হাম্বানটোটা বন্দরে পৌঁছানোর কথা ছিল ইউয়ান ওয়াং ফাইভ জাহাজটি। মূলত উপগ্রহের ওপর নজরদারিতে ব্যবহৃত হবে জাহাজটি।

চীনের জিয়াংইন বন্দর থেকে রওয়ানা হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে যাচ্ছ জাহাজটি। পথে কিছুদিনের জন্য কলম্বোয় নোঙ্গরের অনুমতি চায়। তবে চীনের সামরিক জাহাজকে প্রবেশাধিকার দিয়ে শ্রীলঙ্কা ভারতের নিরাপত্তা ইস্যু অগ্রাহ্য করছে বলে অভিযোগ করে দিল্লি। চীনা বাহিনীর সফর নিয়ে সন্দেহ জানায় তারা।

দেশটির পার্লামেন্টেও উদ্বেগ জানানো হয় বিষয়টি নিয়ে। ১৯৮৭ সালের দিল্লি-কলম্বো চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কার কোনো বন্দর বিদেশি সামরিক বাহিনীকে ব্যবহার করতে দেয়া যাবে না।

/এডিব্লিউ

Exit mobile version