Site icon Jamuna Television

মহাকাশে উড়লো স্কুলশিক্ষার্থীদের নকশায় বানানো ভারতীয় রকেট

মহাকাশে উড়লো স্কুলপড়ুয়াদের নকশায় বানানো ভারতীয় রকেট, এসএসএলভি-ডি১। তবে ঠিকভাবে পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে না পারায় অভিযানটি সফল হয়নি।

রোববার (৭ আগস্ট) সকালে শ্রী-হরিকোট্টা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় ১২০ টনের রকেটটি। সেটি বহন করছিল দুটি কৃত্রিম উপগ্রহ।

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে, স্কুলের সাড়ে ৭শ শিক্ষার্থী নকশা করে আর্থ অবজারভেশন স্যাটেলাইট জিরো টু এবং আজাদিস্যাট নামের দুটি উপগ্রহ।

তবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তথ্য অনুযায়ী, উৎক্ষেপণের সময়ই হারিয়ে যায় বহু তথ্য। গোটা পরিস্থিতি খতিয়ে সেসব পুনরুদ্ধারের চেষ্টা চলছে। তাই অভিযানটিকে সফল বলতে নারাজ বিজ্ঞানীরা।

সংস্থাটির চেয়ারম্যান এস সোমনাথ বলেন, রকেটটি পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়ও সব পর্যায়ে দেখিয়েছিল আশানুরূপ ফলাফল। চূড়ান্ত উৎক্ষেপণের সময় স্পেস সেন্টারে উপস্থিত ছিলেন রকেট ও কৃত্রিম উপগ্রহগুলোর নকশাকারী সব শিক্ষার্থী।

/এডব্লিউ

Exit mobile version