Site icon Jamuna Television

ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় নিহত বেড়ে ৩১

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুদিনের ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, নিহত ৩১ জনের মধ্যে ছয় জন শিশু এবং ইসলামিক জিহাদের দুই কমান্ডার খালেদ মানসুর ও তাইসির জাবারি রয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি হামলায় নিহতদের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

শুক্রবার (৫ আগস্ট) থেকে শুরু করে এই দু’দিনে ফিলিস্তিন থেকে প্রায় ৬০০ রকেট ছোঁড়া হয়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে।

/এনএএস

Exit mobile version