Site icon Jamuna Television

যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরায়েল-ফিলিস্তিন

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরায়েল ও ফিলিস্তিন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বিষইয়টি নিশ্চিত করেছে। রোববার (৭ আগস্ট) সন্ধ্যা থেকে এ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল কায়রো।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে। স্থানীয় সময় রাত ৮টা থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে বলে জানান মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রক্রিয়ার সাথে যুক্ত ফিলিস্তিনি এক কর্মকর্তা। তবে ফিলিস্তিনের গাজায় সক্রিয় ইসলামিক জিহাদের মুখপাত্র বা কেউ এমন ঘোষণা দেননি। ইসরায়েলের সরকারি কর্তৃপক্ষের কেউও এমন যুদ্ধবিরতির কথা আনুষ্ঠানিকভাবে জানাননি।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত শুক্রবার শুরু হওয়া দু’দিনের ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছে। এদের মধ্যে ছয় জন শিশু এবং ইসলামিক জিহাদের দু’জন কমান্ডার রয়েছেন।

/এনএএস

Exit mobile version