Site icon Jamuna Television

সমুদ্রে সাঁতার কাটার সময় হাঙরের মুখোমুখি, ব্রিটিশ সাঁতারুকে বাঁচালো ডলফিনের দল!

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের কুক প্রণালীতে সাঁতার কাটার চ্যালেঞ্জ নিয়েছিলেন ইংল্যান্ডের নটিংহ্যামের বাসিন্দা অ্যাডাম ওয়াকার। ২৫ কিলোমিটার সেই যাত্রাপথে ছ’ফুটের হাঙরের মুখোমুখি হন তিনি। অ্যাডাম দেখতে পাচ্ছিলেন তার নীচেই ঠিক কয়েক ফুট গভীরে বিশালাকার সেই হাঙর ঘোরাফেরা করছে।

হাঙরের মুখোমুখি হয়েও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন অ্যাডাম। হঠাৎই তিনি দেখেন তাকে ঘিরে কয়েকটি ডলফিন পানিতে পাক খাচ্ছে। অ্যাডামকে ঘিরে একটা বৃত্ত তৈরি করেছিল ডলফিনের সেই দলটি। অ্যাডাম বলেন, যত দূর আমি সাঁতরেছি, তত দূর পর্যন্ত আমার সঙ্গেই সেই ডলফিনের দলটি গিয়েছে। খবর ডেইলি মেইলের।

এক সাক্ষাৎকারে অ্যাডাম বলেন, জানি না ডলফিনগুলি আমাকে রক্ষা করার জন্য এসেছিল কিনা। তবে আশ্চর্য লাগছিল এটাই যে, আমার সঙ্গে ওরা ৫০ মিনিট ছিল। বলেন, এর আগেও হাওয়াই এবং জাপানের সুগারু প্রণালীতে সাঁতারের সময় হাঙরের মুখোমুখি হয়েছিলেন তিনি। তাই তার কাছে এই বিষয়টি নতুন কিছু নয়। তবে ডলফিনের বিষয়টি তাকে চমকে দিয়েছে।

ইউএইচ/

Exit mobile version