Site icon Jamuna Television

ধর্ষণে অন্তঃসত্ত্বা ৫ম শ্রেণির শিক্ষার্থী, ৬০ বছরের বৃদ্ধ কারাগারে

প্রতীকী ছবি।

সিনিয়র করেসপনডেন্ট,মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইরে ৫ম শ্রেণির শিক্ষার্থী এক কিশোরী ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হওয়া মামলায় ৬০ বছরের বৃদ্ধ মহন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার বৃদ্ধ সিংগাইর উপজেলার খাশেরচর গ্রামের বাসিন্দা। পুলিশ ও কিশোরীর পরিবারসূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি বিকালে স্থানীয় বাজারে গবাদি পশুর খাদ্য কিনতে যায়। এসময় মহন আলী তাকে ফুসলিয়ে ধর্ষণ করেন। এমনকি ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন।

কিছুদিন ধরে শিশুটি অসুস্থ থাকায় ৫ আগস্ট তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নীরিক্ষা করা হলে জানা যায়, ওই কিশোরী অন্তঃসত্ত্বা। পরে ওই কিশোরী সবাইকে ঘটনা খুলে বলে।

গতকাল, ৬ আগস্ট সন্ধ্যায় মহন আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুটির মা। রাতেই তাকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানান, আজ দুপুরে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় মহন আলীকে। আদালতের জ্যেষ্ঠ বিচারক আব্দুন নূর তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়।

/এডব্লিউ

Exit mobile version