Site icon Jamuna Television

কমনওয়েলথ নারী ক্রিকেটে ভারতকে ৯ রানে হারিয়ে সোনা জিতলো অস্ট্রেলিয়া

কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের ফাইনালে ৯ রানে ভারতকে হারিয়ে সোনা জিতলো অস্ট্রেলিয়া। লড়াই করেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি হারমানপ্রীতদের। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল ইতোমধ্যেই টি-টোয়েন্টি ও ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন।

টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। শুরুতেই কিছুটা ধাক্কা খায় অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারেই রেণুকা সিংহের বলে ফিরে যান অ্যালিসা হিলি। তবে দ্বিতীয় উইকেটে লম্বা জুটি গড়ার দিকে এগোতে থাকেন ল্যানিং এবং বেথ মুনি। দু’জনেই ভারতীয় বোলারদের শাসন করেছেন। দ্বিতীয় উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭৪ রানে।

ল্যানিং রান আউট হয়ে ফেরার পর একটু চাপে পড়ে অস্ট্রেলিয়া। সবাই আসা যাওয়ার মধ্যে থাকলেও উল্টো দিকে মুনি একাই লড়ে যান, পান অর্ধশতকও। পরে সঙ্গী হিসাবে পান অ্যাশলে গার্ডনারকে। তিনিও ২৫ রানে আউট হয়ে যান। শেষের দিকে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারই আর দাঁড়াতে পারেননি।

১৬২ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতক করা স্মৃতি মান্ধানা এদিন ৬ রান করেই দ্বিতীয় ওভারে ডার্সি ব্রাউনের বলে বোল্ড হয়ে যান। আর শেফালি বর্মা আউট হন ১১ রান করে। পরে চাপে পড়া ভারতকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক হারমানপ্রীত এবং জেমাইমা রদ্রিগেস। হারমানপ্রীত ৪৩ বলে ৬৫ রান করে আউট হয়ে যান। পরে দলের আর কেউ হাল ধরতে পারেননি। নির্ধারিত ২০ ওভারের ৩ বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান তোলে ভারত।

ইউএইচ/

Exit mobile version