Site icon Jamuna Television

অস্ত্রবিরতির পরও গাজায় থামেনি ইসরায়েলি আগ্রাসন, নিহতের সংখ্যা বেড়ে ৪৪

অস্ত্রবিরতির পরও গাজা উপত্যকায় থামেনি ইসরায়েলি আগ্রাসন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। খবর আল জাজিরার।

নিহতদের তালিকায় রয়েছে ১৫ শিশু এবং চারজন নারী। আহত সাড়ে ৩শ’র বেশি ফিলিস্তিনি। রোববার (৭ আগস্ট) মিসরের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে রাজি হয় ইসরায়েল এবং প্যালেস্টানিয়ান ইসলামিক জিহাদ। স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ কার্যকর হয় সিদ্ধান্ত। কিন্তু তারপরও সশস্ত্র সংগঠনটির গোপন আস্তানা লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইহুদি সেনাবহর।

এদিকে পরিস্থিতি মোকাবেলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ঈসমাইল হানিয়ার সাথে টেলিফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। আশ্বস্ত করেন মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ফিলিস্তিনের পাশেই রয়েছে তুরস্ক।

এটিএম/

Exit mobile version