Site icon Jamuna Television

নতুন গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আগের ভাড়াতেই চলবে নৌযান

নৌপরিবহন সচিব মোস্তফা কামাল জানিয়েছেন, পূর্বে নির্ধারিত ভাড়াতেই এখন চলছে নৌযান। ভাড়ার নতুন গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সাথে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। বৈঠকে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য কিলোমিটার প্রতি দুই টাকা ৩০ পয়সা বাড়িয়ে ৪ টাকা ৬০ পয়সা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। বর্তমানে যা দুই টাকা ৩০ পয়সা। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের জন্য আরও দুই টাকা বাড়িয়ে চার টাকা নির্ধারণ করার প্রস্তাব দেয়া হয়েছে।

সংস্থাটির এ প্রস্তাবকে বেশি বলে উল্লেখ করেন নৌপরিবহন সচিব। জানান, নৌযানের ভাড়া বৃদ্ধি নিয়ে সাব কমিটি করা হয়েছে। আগামী ১০ আগস্ট পুনঃনির্ধারিত ভাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত গেজেট করে প্রকাশ করা হবে।

/এমএন

Exit mobile version