Site icon Jamuna Television

ট্রাকভাড়া বৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে

পণ্য পরিবহণের খরচ বাড়ার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। ট্রাক চালকরা বলছেন, তাদের জ্বালানি খরচ বেড়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে সবজি, মাছ ও চালের মোকামে। দাম বেড়েছে প্রায় সব পণ্যে। অনেক ক্রেতাই এই পরিস্থিতিতে পড়েছেন বেকায়দায়।

ট্রাক চালকরা বলছেন, দুরত্ব ভেদে, আগের তুলনায় জ্বালানি খরচ বেড়েছে প্রায় ২০ শতাংশ। আর পাইকাররা বলছেন, পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ার বিরূপ প্রভাব পড়েছে পণ্যের ওপর। গেল সপ্তাহে পাইকারি পর্যায়ে ২০ টাকায় সরবরাহ করা হতো প্রতি কেজি পটল। আজকের বাজারে তা বেড়ে দাড়িয়েছে ৩২ টাকা।

অনিবার্যভাবে খুচরা দোকানেও এর প্রভাব পড়েছে। ক্রেতারা বলছেন, পরিবহন খরচ বাড়ার অজুহাতে বাড়িয়ে দেয়া হয়েছে দাম। আয় না বাড়ায় সংসারে চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

মাছের বাজারেও বেড়েছে অস্থিরতা। মাছ বিক্রেতারাও বলছেন, পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বেড়েছে দাম। আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১৬শ টাকা কেজিতে, রুই ও কাতলের কেজি ৩৫০ টাকা।

২ সপ্তাহের ব্যবধানে সব রকমের চালের দাম বেড়েছে কেজিতে অন্তত ৪ টাকা। এ জন্যও বাড়তি পরিবহন খরচকেই দুষছেন বিক্রেতারা।

/এডব্লিউ

Exit mobile version