Site icon Jamuna Television

ময়মনসিংহে অনুষ্ঠান করে পৌনে এক কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

গত চার বছরে ময়মনসিংহ ও শেরপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় পৌনে এক কোটি টাকার মাদকদ্রব্য আটক করে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন। সোমবার (৮ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে সেসব মাদক ধ্বংস করা হয়েছে।

ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাহমুদুর রহমানের উপস্থিতিতে বিজিবি ময়মনসিংহের মাল্টিপারপাস সেড সংলগ্ন মাঠে আটককৃত এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ৪ হাজার ৬০৫ বোতল বিদেশি মদ, সাড়ে ১৭ কেজি ভারতীয় গাঁজা, ১ হাজার ১২২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩ হাজার ১৩০ পিস ইয়াবা।

/এডব্লিউ

Exit mobile version