Site icon Jamuna Television

সিঙ্গাপুরে হচ্ছে অস্ত্রোপচার; এশিয়া কাপে অনিশ্চিত সোহান

নুরুল হাসান সোহান। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে আজ (৮ আগস্ট) অস্ত্রোপচার হচ্ছে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। সে কারণে এশিয়া কাপে তার খেলা হয়ে পড়েছে অনেকটাই অনিশ্চিত।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙুলে চোট পান সিরিজটিতে টাইগারদের অধিনায়ক নুরুল হাসান সোহান। বাম হাতের তর্জনীতে চিড় ধরা পড়ায় তখনই সোহান ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান। উন্নত চিকিৎসার জন্য দেশে ফিরে আসার পর সোহানকে নেয়া হয় সিঙ্গাপুরে। তার সঙ্গে ছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সেখানে চিকিৎসক তার চোট দেখার পর নেয়া হয় অপারেশনের সিদ্ধান্ত।

সোমবার ( ৮ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টায় শুরু হয় সোহানের অস্ত্রোপচার। কতদিন পর তিনি মাঠে ফিরতে পারবেন সেটা এখনও অনিশ্চিত। আগামী ১১ আগস্ট এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণার কথা রয়েছে।

আরও পড়ুন: প্রতিপক্ষের প্রশংসায় ডোমিঙ্গো; বিশেষভাবে বললেন রাজার কথা

/এম ই

Exit mobile version