Site icon Jamuna Television

কোথাও পাওয়া যাচ্ছিল না আয়ানকে, কিছুক্ষণ পর পুকুরে ভেসে উঠলো দেহ

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আয়ান নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জামাদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল আয়ান। তবে কিছুক্ষণ পর তাকে না দেখতে পেয়ে সম্ভাব্য সবখানে খোঁজাখুঁজি করতে থাকে তার পরিবার। একসময় তারা দেখতে পায়ে পুকুরে ভাসছে আয়ানের দেহ। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এডব্লিউ

Exit mobile version