Site icon Jamuna Television

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দীন ওরফে করিম (৩২)।

স্টাফ করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে নাজিম উদ্দীন ওরফে করিম (৩২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন আদালতের বিচারক।

সোমবার (৮ আগস্ট) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ মে দিবাগত রাতে দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিন তার স্ত্রী রওশন আরাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তার বাড়িতে ডাকাতেরা ঢুকে স্ত্রীকে হত্যা করেছে বলে প্রচার করেন নাজিম। তিনি স্ত্রীর স্বজনদেরও ডাকাতেরা হত্যা করেছে বলেও জানান তিনি।

ওই ঘটনায় নিহতের দাদা ইসমাইল হোসেন বাদী হয়ে ওই দিনই একজনকে আসামি করে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বুলবুল ইসলাম গত ৫ জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

/এসএইচ

Exit mobile version