Site icon Jamuna Television

বলিউড প্রযোজক প্রেরণা অরোরার বিরুদ্ধে অর্থ জালিয়াতির অভিযোগ

টয়লেট এক প্রেম কথা, প্যাড ম্যান প্রভৃতি সিনেমার নির্মাতা প্রেরণা অরোরা।

একের পর এক আর্থিক প্রতারণার জালে জড়াচ্ছেন বলিউডের একাধিক ব্যক্তিত্ব। এবার আর্থিক প্রতারণার অভিযোগে জড়ালেন চলচ্চিত্র প্রযোজক প্রেরণা অরোরা। সম্প্রতি চলচ্চিত্র প্রযোজক-পরিচালক প্রেরণা অরোরার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দায়ের করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এ নিয়ে এখন সরগরম বলিউড।

জানা গেছে, অক্ষয় কুমার-অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’ এবং ‘প্যাড ম্যান’-এর মতো একাধিক চলচ্চিত্রের নির্মাতা প্রেরণা অরোরার বিরুদ্ধে প্রায় ৩১ কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য সম্প্রতি প্রেরণাকে তলব করা হয়েছিল ইডির অফিসেও। কিন্তু ইডি-র সামনে হাজির হননি এ নির্মাতা।

তবে প্রেরণার পক্ষে তার আইনজীবী হাজিরা দেন ইডি অফিসে। জানা গেছে, এ ব্যাপারে প্রেরণার হয়ে ইডির কাছে আরও সময় চেয়েছেন তার আইনজীবী।

/এসএইচ

Exit mobile version