Site icon Jamuna Television

অপারেশন ছাড়াই রক্তনালী ব্লকের আধুনিক চিকিৎসা বিএসএমএমইউ’তে

ফাইল ছবি

রক্তনালী ব্লকের কারণে এখন আর হাত, পা-আঙ্গুল কেটে ফেলতে হবে না। অপারেশন ছাড়াই চিকিৎসার মাধ্যমে অঙ্গহানি থেকে রক্ষা করা সম্ভব।

সোমবার (৮ আগস্ট) দুপুরে বিএসএমএমইউতে ‘আপডেট অফ ভাসকুলার সার্জারি’ বিষয়ক সেমিনারে এসব তথ্য জানান চিকিৎসকরা। তারা বলেন, রক্তনালীসমূহের রোগের কারণে অঙ্গহানি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। রক্তনালী ব্লকের কারণে পায়ের গ্যাংরিন হয়। স্টেমসেল থেরাপির মাধ্যমে নতুন রক্তনালী তৈরি করে পঙ্গুত্ব থেকে মুক্ত রাখা সম্ভব। অঙ্গহানি না করে, লেজার থেকে শুরু করে সব ধরনের আধুনিক চিকিৎসার সুযোগ আছে ভাসকুলার সার্জারি বিভাগে।

চিকিৎসার জন্য যেন রোগীদের বিদেশে যেতে না হয়, সেজন্য এই বিভাগের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান, বিএসএমএমইউ’র উপাচার্য শারফুদ্দিন আহমেদ।

/এনএএস

Exit mobile version