Site icon Jamuna Television

এশিয়া কাপের আগেই ভারতীয় দলে বড় ধাক্কা

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের আগে বড় ধাক্কা খেলো ভারতীয় ক্রিকেট দল। পিঠের ইনজুরির কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে গেলেন পেসার জাসপ্রিত বুমরাহ।

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, বুমরাহর পিঠের চোট এখনো পুরোপুরি সারেনি। তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিসিসিআই’র এক কর্মকর্তা বলেন, পিঠের ইনজুরির কারণে বুমরাহ এশিয়া কাপে খেলবে না। বুমরা আমাদের সেরা বোলার। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে সম্পূর্ণ সুস্থ দেখতে চাই। এশিয়া কাপে বুমরাহকে খেলিয়ে আমরা অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছি না।

এশিয়া কাপের জন্য দল ঘোষণার শেষ দিন সোমবার (৮ আগস্ট)। তবে এখন পর্যন্ত দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বুমরাহ খেলতে না পারলে দলে আসতে পারে কিছু পরিবর্তন। তাই দল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত।

/এনএএস

Exit mobile version