Site icon Jamuna Television

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে সৌদিতে ৪ জনের মৃত্যুদণ্ড

ইরানের হয়ে সন্ত্রাসী পরিকল্পনায় জড়িত থাকার অপরাধে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে, সৌদি আরবের আদালত। বৃহস্পতিবার, দেশটির আল-আকবরিয়া টিভি জানায় এ তথ্য।

খবরে বলা হয়, সৌদির শীর্ষস্থানীয় ব্যক্তিদের গুপ্তহত্যার পরিকল্পনা ছিলো অভিযুক্তদের। তারা ইরানের গোপন ঘাঁটিতে প্রশিক্ষণপ্রাপ্ত বলেও জানানো হয়।

সৌদি আরবের অভিযোগ, তাদেরকে সরাসরি তেহরানের ‘ইসলামিক রেভ্যুলশানারি গার্ড’ প্রশিক্ষণ দিয়েছে। অপরাধী সাব্যস্ত হওয়া চারজন একটি পর্যটন অফিসের সহায়তায় রিয়াদে প্রবেশ করে।

সুন্নি-শিয়াপন্থি দেশদু’টির মধ্যে সবসময় বিবাদ থাকলেও, তা চরমে পৌঁছায় ২০১৬ সালে। সেবছর, শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমরসহ ৪৬ জনের ফাঁসি কার্যকর করে সৌদি আরব।

Exit mobile version