Site icon Jamuna Television

উত্তরবঙ্গের ৩ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত

রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী।

রংপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, নগরীর কুকরুল ফুল আমেরতল এলাকায় মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবরে অভিযান চালানো হয়। এসময় বন্দুকযুদ্ধে নিহত হন আবু মুসা নামের এক ব্যক্তি। তার বিরুদ্ধে মাদকের ১২টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পুলিশের সাথে গোলাগুলিতে শামীম হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহতের দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে বলে জানানো হয়েছে। দিনাজপুর সদরে দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে একজন নিহতের দাবি করেছে পুলিশ।

Exit mobile version