Site icon Jamuna Television

নজিরবিহীন বৃষ্টিতে বিপর্যস্ত সিউল

নজিরবিহীন বৃষ্টিপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে প্রাণ গেছে ৭ জনের। নিখোঁজ আরও ছয় জন। খবর রয়টার্সের।

গত সোমবার (৭ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরটিতে তৈরি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। ডুবে গেছে বেশিরভাগ রাস্তাঘাট। উপড়ে পড়েছে বহু গাছপালা। বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি। বেজমেন্টের অ্যাপার্টমেন্টে আটকা পড়ে মৃত্যু হয়েছে তিনজনের। ভূমিধস হয়েছে বেশ কয়েক জায়গায়। একাধিক সড়ক দুর্ঘটনার খবরও পাওয়া গেছে। এছাড়া বৈদ্যুতিক শকেও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। পাতাল রেল স্টেশনে পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

/এমএন

Exit mobile version