Site icon Jamuna Television

ইসলামিক সলিডারিটি গেমসে গতির ঝড় তুলেছেন বাংলাদেশের ইমরানুর রহমান

ইসলামিক সলিডারিটি গেমসে গতির ঝড় তুলেছেন বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টের হিটে ক্যারিয়ার সেরা ১০.০১ সেকেন্ড টাইমিং করেছেন ইমরানুর।

তুরস্কের কোনিয়ায় চলা এ প্রতিযোগিতায় গতকাল সোমবার নিজের হিটে দ্বিতীয় হয়ে পরবর্তী রাউন্ডে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব। কিছুদিন আগে কমনওয়েলথ গেমসে ইমরান এই ইভেন্টে ১০.৪৬ সেকেন্ড সময় নিয়েছিলেন। ওই সময় সেটি ছিল তার ক্যারিয়ার সেরা। এক সপ্তাহেরও কম সময়ে টাইমিং ০.৪৫ সেকেন্ড কমিয়ে এনেছেন বাংলাদেশেরে এই প্রবাসী অ্যাথলেট। পরের রাউন্ডে আবারও নিজেকে ছাড়িয়ে যেতে চান বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর।

/এমএন

Exit mobile version