Site icon Jamuna Television

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির স্টিমারঘাট এলাকার সুগন্ধা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) রাত ১১টায় লাশটি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম।

জানা গেছে, সেমাবার রাত ১০টায় সুগন্ধা নদীর স্টিমারঘাটের পাশে লাশটি প্রথম দেখতে পান দু’জন জেলে। তারা জানান, রকেটঘাটের পাশে মাছ ধরার (ঝাউ) ফাঁদের কাছে একটি দুর্গন্ধ পান তারা। তারপর টর্স লাইট জ্বালিয়ে সেখানে একটি গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ নিয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের এক গলিত লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। লাশটি ১৫ দিনেরও বেশি সময় ধরে পানিতে পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসজেড/

Exit mobile version