Site icon Jamuna Television

হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানো হচ্ছে কিমকে

সিঙ্গাপুর বৈঠক সফল হলে, কিম জং উনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানো হবে। বৃহস্পতিবার জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে’র সাথে যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানতে ১২ জুনের বৈঠকে একটি চুক্তি সই হতে পারে বলেও আভাস দেন তিনি। তবে মতের অমিল হলে যেকোন মুর্হূতে বৈঠক ত্যাগ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা চায়, পুরোপুরি পরমাণু নিরস্ত্রীকরণ করুক উত্তর কোরিয়া। এরপরই তুলে নেয়া হবে নিষেধাজ্ঞা।

Exit mobile version