Site icon Jamuna Television

নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা

নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার দিনটি মুসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে হোসেনী দালান থেকে তাজিয়া মিছিল শুরু হয়েছে। মিছিলটি বক্সিবাজার, লালবাগ, আজিমপুর ঘুরে ঝিগাতলা গিয়ে শেষ হবে। এর আগে সকাল থেকে হোসেনী দালানের ভেতরে মাতম করেন শিয়া সম্প্রদায়ের লোকেরা। পুরান ঢাকা ছাড়াও রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা থেকেও জড়ো হয়েছেন অনেকে। হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে।

শিয়াদের তাজির পাশাপাশি এদিন সুন্নিসহ অন্যান্য মাজহাবের মুসলিমরা বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল ও কোরআনখানির আয়োজন করে থাকে।

/এমএন

Exit mobile version