Site icon Jamuna Television

আড়াই বছর পর মালয়েশিয়া গেলো বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ায় পৌঁছালেন বাংলাদেশি শ্রমিক।

প্রায় আড়াই বছর কর্মী নিয়োগ বন্ধের পর প্রথমবার মালয়েশিয়া পৌঁছালেন ৫৩ বাংলাদেশি শ্রমিক। মঙ্গলবার (৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় তারা পৌঁছান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে।

এ সময় তাদের স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। তিনি বলেন, দু’দেশের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে উন্মুক্ত হলো শ্রমবাজার। মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নবাগত কর্মীদের আইনকানুন মেনে চলার আহ্বান জানান তিনি।

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার বরাবরই গুরুত্বপূর্ণ। নির্মাণ, সেবা, কৃষি, পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশিরা দক্ষতা ও সুনামের সাথে কাজ করছেন। ২০২১ সালের ডিসেম্বরে দু’দেশের মধ্যেে সমঝোতা স্মারক সই হয়। যার আওতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ৩ হাজার ২২ জন কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে।

আরও পড়ুন: আফগানিস্তান ছাড়ছেন সংখ্যালঘুরা

/এম ই

Exit mobile version