Site icon Jamuna Television

জাপোরঝিয়া পরমাণু কেন্দ্রকে সেনাঘাঁটি বানিয়েছে রাশিয়া, ইউক্রেনের অভিযোগ

জাপোরঝিয়া পরমাণু কেন্দ্রের সামনে টহলরত এক রুশ সেনা। ছবি: সংগৃহীত

জাপোরঝিয়া পরমাণু কেন্দ্রকে সেনাঘাঁটিতে পাল্টে দিয়েছে রাশিয়া। সোমবার (৮ আগস্ট) এমন অভিযোগ তুললো ইউক্রেনের পারমাণবিক শক্তি সংস্থা। খবর বিবিসির।

এক বিবৃতিতে সংস্থাটির প্রেসিডেন্ট পেত্রো কোটিন জানান, এটা গোটা অঞ্চলের জন্য বড় হুমকি। তবে পরমাণু কেন্দ্রটি এখনও নিরাপদ আছে বলে জানান তিনি। পেত্রো কোটিনের দাবি, সেখানে ৫০০ রুশ সেনা মোতায়েন রয়েছে। কেন্দ্রটি থেকে ইউক্রেনের বিভিন্ন জায়গায় রকেট ছুড়বে বলে এখানে সেনাঘাঁটি বানিয়েছে রুশ সেনাবহর। জাপোরঝিয়া থেকেই ট্যাংক-গোলাবারুদ নিয়ে অভিযানে নামছে রুশ বাহিনী।

পেত্রো কোটিন বলেন, পরমাণু কেন্দ্রটিকে ইউক্রেন সরকারের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করছে রাশিয়া। কারণ, তারা খুব ভালোভাবেই জানে জেলেনস্কি সরকার কখনও নিজ জনগণের ক্ষতিসাধনে পরমাণু কেন্দ্রে মিসাইল ছুঁড়বে না।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই জাপোরঝিয়ার হামলার জন্য পরস্পরকে দোষারোপ করেছে মস্কো-কিয়েভ। জাপোরঝিয়া পরমাণু কেন্দ্রটি গত মার্চ থেকেই রুশ সেনাদের দখলে আছে। তবে ইউক্রেনের টেকনিশিয়ানরা এখনও কেন্দ্রটি পরিচালনা করে যাচ্ছে।

আরও পড়ুন: ইউক্রেনের শস্যবাহী জাহাজকে লেবাননের প্রত্যাখ্যান

/এম ই

Exit mobile version