Site icon Jamuna Television

গুগলে আচমকা বিভ্রাট!

বিশ্বব্যাপী কিছু সময়ের জন্য কাজ করছিল না জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর ডটকম বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে।

ওয়েবসাইটটি জানায়, মঙ্গলবার (৯ আগস্ট) ৪০টি দেশে লাখ-লাখ ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হন। রেকর্ড করা হয়েছে বিভ্রাটের বহু রেকর্ড। যখনই কোনো শব্দ বা বিষয় খোঁজার চেষ্টা করা হচ্ছিল, দেখা দিচ্ছিল ত্রুটি। বারবারই অপেক্ষা করার বার্তা আসছিল। অন্য একটি বার্তায় গুগল দুঃখ প্রকাশ করলেও; অভ্যন্তরীণ সার্ভারে ত্রুটির কথা জানাচ্ছিল। পুনরায় চেষ্টার অনুরোধ জানানো হয়।

গুগল ট্রেন্ড পরিষেবাও কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। নেটিজেনরা বিষয়টি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই জানান, কাজের ক্ষেত্রে তারা সংকটে পড়েন।
/এমএন

Exit mobile version