Site icon Jamuna Television

অনেক গণপরিবহনেই নেয়া হচ্ছে না সরকার নির্ধারিত ভাড়া

গণপরিবহনের বর্ধিত ভাড়া নির্ধারণের তৃতীয় দিনেও ভাড়ার তালিকা দেয়া হয়নি বেশিরভাগ বাসে। হেলপাররা যে যার মতো যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে।

যাত্রীদের অভিযোগ, সরকারের বেঁধে দেয়া ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়া হচ্ছে গণপরিবহনগুলোতে। নির্ধারিত ভাড়া দিতে চাইলেও তারা নিচ্ছেন না বলেও অভিযোগ করেন যাত্রীরা। তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পরিবহন ভাড়াও বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এদিকে হেলপার ও চালকদের দাবি, পরিবহন মালিকদের নির্দেশনামতো ভাড়া নেয়া হচ্ছে।

গত শুক্রবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর থেকেই গণপরিবহনে ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। শনিবার বাসমালিকদের সাথে বৈঠকে ভাড়া নির্ধারিত করে দেয় সরকার। কিন্তু এখনও যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করতে দেখা যাচ্ছে।

/এডব্লিউ

Exit mobile version