Site icon Jamuna Television

বালুর ট্রাকে করে মাদক পরিবহনের সময় র‍্যাবের হাতে আটক ৩

রাজশাহী ব্যুরো:

নাটোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‍্যাব। বালুভর্তি ট্রাকে লুকিয়ে বিপুল পরিমাণ হেরোই্ন ও ফেনসিডিল নিয়ে সীমান্ত এলাকা থেকে ঢাকায় পরিবহন করার সময় র‍্যাবের হাতে ধরা পড়ে তিনজন।

সোমবার (৮ আগস্ট) রাত সাড়ে দশটায় নাটোরের গোপালপুর রেলক্রসিংয়ের কাছে অভিযান চালিয়ে বালুভর্তি একটি ট্রাক থেকে ১ কেজি ২৬০ গ্রাম হেরোইন, ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ট্রাকের মালিক জয়নাল হোসেন, চালক শরিফ মিয়া এবং হেলপার নাজির হোসেনকে।

র‍্যাব জানিয়েছে, আটককৃতরা সংঘবদ্ধ মাদক পাচার চক্রের সদস্য। তারা রাজশাহী, নাটোরসহ সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে ঢাকায় পৌঁছে দিত। আটককৃতদের বিরুদ্ধে নাটোরের লালপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

/এডব্লিউ

Exit mobile version