Site icon Jamuna Television

লক্ষ্মীপুরের মেঘনায় ভেসে উঠল মৃত ডলফিন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে প্রায় ৫০ কেজি ওজনের সাড়ে চার ফুট দৈর্ঘ্যের ডলফিনটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর মৃত ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত নেয় নৌ-পুলিশ।

রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ফেরদৌস আহম্মদ বলেন, মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা নদীতে একটি মৃত ডলফিন ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সেটিকে উদ্ধার করে তীরে তীরে নিয়ে আসা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন ও মৎস্য দফতরকে অবহিত করলে ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত দেয়া হয়। অসুস্থতাজনিত কারণে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা ও প্রশাসন।

/এসএইচ

Exit mobile version