Site icon Jamuna Television

তুরাগে গোসল করতে নেমে ডুবে যায় দুই কিশোর

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন কড্ডা খোয়ারপাড়া এলাকায় পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে তুরাগ নদে গোসল করতে গিয়ে ডুবে যায় সাঈম হোসেন (১৩) ও শিশির (১২)।

এলাকাবাসী জানায়, কড্ডা খোয়ারপাড়া মসজিদের পাশে তুরাগ নদে গোসল করতে যায় সমবয়সী তিনজন। গোসলের একপর্যায়ে সাঈম ও শিশির পানিতে ডুবে যায়। এসময় তৃতীয়জনের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে সাঈম ও শিশিরকে তীরে তোলে। দ্রুত তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউজ্জামান জানান, পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। পরে আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version