নিহত আফজালের কবরের পাশে কান্নায় ভেঙে পড়েছেন তার ভাই আলতাফ হোসেন। ছবি: সংগৃহীত
একের পর এক ‘হেইট ক্রাইম’ বা বিদ্বেষমূলক হত্যাকাণ্ডের জেরে ভীতি ছড়িয়েছে নিউ মেক্সিকোর মুসলিম কমিউনিটিতে। সহিংসতা আতঙ্কে ঘরের বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন তারা। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এদিকে, ৯ মাসে চতুর্থ মুসলিম হত্যাকাণ্ডের জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন। অপরাধীদের সন্ধানে যৌথ তদন্তে নেমেছে পুলিশ ও এফবিআই। এরইমধ্যে, সন্দেহজনক একটি নীল রঙের গাড়ি শনাক্ত করেছে তদন্তকারীরা। স্থানীয়দের তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার গভীর রাতে আলবুকার্ক শহরে নিজ বাড়ির পাশে মোহাম্মদ আফজাল হুসাইন নামে এক মুসলিম যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ধর্ম-বর্ণের ওপর ভিত্তি করেই টার্গেট বানানো হয়েছে তাদের।
আরও পড়ুন: শোক মিছিল, মাতমসহ নানা আনুষ্ঠানিকতায় বিশ্বে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জেডআই/
Leave a reply