
৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার মো. আবুল খায়ের।
ব্রাহ্মণবড়িয়া জেলার কসবা থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের পৃথক দুই অভিযানে ৭২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কসবা থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত ১২টার পরে কসবা থানার ৮নং কুটি ইউনিয়নের লেশিয়ারা কবরস্থানের পাশে রাস্তার উপর থেকে মো. আবুল খায়ের (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি কসবা থানার পানিয়ারুপ অঞ্চলের বাসিন্দা। সে ওই অঞ্চলের মো. হানিফ মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেক ৩২ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ১৫ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে কসবা থানা এলাকা থেকে খলিল মিয়া (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়। সে চান্দখলা বায়েক এলাকার আব্দু্ল মান্নানের ছেলে। সে সময় তার কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার খলিল মিয়া (৫০)।
জেডআই/



Leave a reply