Site icon Jamuna Television

রাজধানীর শ্যামপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৪

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে ট্রান্সফরমার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি দু’জনের অবস্থা গুরুতর।

গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় সালাম স্টিল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ চারজনই সালাম স্টিল মিলের শ্রমিক বলে তাদের স্বজনেরা জানিয়েছেন।

কাজ শেষে মিল গেটের পাশে হাত মুখ ধোয়ার সময় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফেরণ হলে দগ্ধ হন তারা। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে ভর্তি রতনের শরীরের ১৮ শতাংশ এবং সুনিল চন্দ্র রায়ের ১৫ শতাংশ পুড়ে গেছে। তবে আকাঈদের ৩ শতাংশ পুড়ে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

/এমএন

Exit mobile version