Site icon Jamuna Television

‘বাজেটে ঘুরে ফিরে নিম্নবিত্ত-মধ্য আয়ের ওপর ভ্যাটের চাপ’

বাজেটে ঘুরেফিরে নিম্ন ও মধ্যবিত্তের উপর ভ্যাটের চাপ বাড়ানো হয়েছে। সকালে বাজেট প্রস্তাবনা পর্যালোচনায় এমন মন্তব্য করেছেন, সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আরও বলেন, বিনিয়োগ উৎসাহিত করতে নয় ব্যাংক ব্যবসায়ীদের চাপে করপোরেট ট্যাক্স কমানো হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, গেল ৫ বছরে ভালো প্রবৃদ্ধি হলেও আয় বৈষম্যের লাগাম টেনে ধরা যায়নি। সাধারণ মানুষের সঞ্চয়ের সক্ষমতা কমেছে। বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিপিডির পর্যালোচনায় বলা হয়েছে, বাজেটে মূল্যস্ফীতির যে লক্ষ্য ধরা হয়েছে তা ধরে রাখা বেশ কঠিন হবে। পিপিপির আওতায় নেওয়া ৭৮টি প্রকল্প বাস্তবায়ন হয়নি। এ খাতে নেওয়া প্রকল্প বাস্তবায়নেও ধীর গতি দেখা যাচ্ছে। এডিপিভুক্ত প্রকল্পগুলোর হাল নাগাদ পরিস্থিতিও তুলে ধরা হয়নি। সংশোধিত প্রকল্পের সংখ্যা বাড়ায় সিপিডি উদ্বেগ প্রকাশ করে।

Exit mobile version