Site icon Jamuna Television

ডমিনিকান রিপাবলিকে খনিতে আটকে পড়ার দশ দিন পর ২ শ্রমিক উদ্ধার

ছবি: সংগৃহীত

খনিতে ১০ দিন আটকে থাকার পর রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার করা হলো দুই শ্রমিককে। মঙ্গলবার ডমিনিকান রিপাবলিকে হয় এ ঘটনা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত ৩১ জুলাই দুই শ্রমিক কাজ করার সময় পাথর পড়ে আটকে যায় খনিটির মুখ। দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে জরুরি বিভাগের সদস্যরা। অভিযানে যোগ দেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। ১০ দিন চেষ্টার পর তাদের বের করে আনা সম্ভব হয়। তারপর হেলিকপ্টারে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকৃত দুই শ্রমিককে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদের।

এদিকে মেক্সিকোর কোয়াহুইলা প্রদেশের খনিতে আটকে পড়া ১০ শ্রমিককে কয়েকদিনের মধ্যেই উদ্ধার সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রেদর। এখনো খনি থেকে পানি সেচের ওপর জোর দিচ্ছে উদ্ধারকারী দল। গত বুধবার খনিটির দেয়াল ধসে আটকে যায় প্রবেশপথ। পানি ঢুকতে শুরু করে খনিতে।
আরও পড়ুন: কিউবার তেলের ডিপোর আগুন নিয়ন্ত্রণে
ইউএইচ/

Exit mobile version