Site icon Jamuna Television

জমিজমার বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম, মামলা করেও বাড়ি ছাড়া ভুক্তভোগী পরিবার

ভুক্তভোগী পরিবার।

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর পুঠিয়ায় জমিজমার বিরোধে এক যুবককে কুপিয়ে জখম ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করলেও নিরাপত্তাহীনতায় বাড়ি ছাড়তে হয়েছে তাদের।

বুধবার (১০ আগস্ট) বেলা ১১টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন মামলার বাদী আয়েশা খাতুন ও তার পরিবার। ভুক্তভোগীদের দাবি, গত ২২ জুলাই জমির বিরোধের জেরে একই গ্রামের লায়েব উদ্দিন, শাহীন ও আনোয়ার হোসেন তাদের বাড়িতে হামলা করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন বোরহান।

পরদিন পুঠিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ দুজনকে আটক করে। এরপর থেকেই মামলা তুলে নিতে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে দাবি করে নিজেদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে পরিবারটি।

এসজেড/

Exit mobile version