Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় মুসলিম হত্যাকাণ্ডে আটক ১

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় মুসলিম হত্যাকাণ্ডে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ৫১ বছর বয়সী ওই ব্যক্তির নাম মোহাম্মদ সাঈদ। আফগান বংশোদ্ভূত সাঈদ আলবাকুয়ার্কের বাসিন্দা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে শহরটির পুলিশ।

গত ৯ মাসে শহরটিতে নিহত ৪ মুসলিমের ২ জনকে হত্যার দায়ে মোহাম্মদ সাঈদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি দু’জনের হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা পুলিশের।

নিউ মেক্সিকোয় গত নভেম্বরে হত্যা করা হয় আফগান নাগরিক মোহাম্মদ আহমাদিকে। গেল ২ মাসে হত্যাকাণ্ডের শিকার হয় আরও তিনজন। যারা সবাই পাকিস্তান বংশোদ্ভূত। ৯ মাসে ৪ মুসলিম হত্যাকাণ্ডে নড়েচড়ে বসে প্রশাসন। ‘হেইট ক্রাইম’ আখ্যা দিয়ে জোরালো করে অভিযান।

ইউএইচ/

Exit mobile version