Site icon Jamuna Television

ভুঁইফোড় কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৩

পত্রিকায় ভুঁইফোড় কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ ও প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি। রাজধানীর আশকোনা এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়।

সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, প্রলোভন দেখিয়ে নিরীহ লোকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে সংঘবদ্ধ এই প্রতারক চক্রটি। তারা রাজধানীর উত্তরায় নারী ও শিশু কল্যাণ কেন্দ্র নামে একটি অফিস খুলে চাকরি দেয়ার নাম করে তারা এই প্রতারণা করে আসছে।

অফিসে ডেকে চাকরির জামানত বাবদ কিংবা প্রশিক্ষণের নামে নিতো টাকা। এছাড়া ল্যাপটপ কিংবা মোটরসাইকেল দেয়ার কথা বলেও নিরীহ চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিতো।
আরও পড়ুন: অর্থনৈতিক অবস্থা ভালো বলেই ঋণ দিচ্ছে দাতা সংস্থা: স্থানীয় সরকার মন্ত্রী
ইউএইচ/

Exit mobile version