Site icon Jamuna Television

মধ্যপ্রদেশে মন্দিরে চুরির আগে দেবীকে প্রণাম, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে একটি মন্দিরে চুরির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মন্দিরে চুরি করতে গিয়ে চুরির আগে দেবীকে প্রণাম করে চোর। ৫ আগস্ট ঘটে যাওয়া ঘটনাটি বিশ্লেষণ করে পুলিশ এখন ওই চোরকে খুঁজছে।

সুখা গ্রামের লক্ষ্মী মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখ বাঁধা এক ব্যক্তি মন্দিরে প্রবেশের পর প্রথমে দেবীর সামনে হাত জোড় করে প্রার্থনা করেন। এরপর মন্দিরের দানবাক্স ও মূল্যবান জিনিসপত্র নিয়ে কেটে পড়ে। পুলিশ জানিয়েছে, মন্দিরের দানবাক্স ছাড়াও ওই চোর দু’টি বড় ঘণ্টা ও পুজার প্রয়োজনীয় সরঞ্জাম চুরি করেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর টুইটার অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। এক ব্যক্তি লিখেছেন, চুরি করার আগে দেবীর আর্শীবাদ নিলো চোর। আরেক ব্যক্তি লিখেছেন, চুরি চুরির জায়গায়, কিন্তু ভক্তি ভক্তির জায়গায়। ওই ব্যক্তির পেশা চুরি হলেও তার মনে ভক্তি আছে যথেষ্টই।

/এনএএস

Exit mobile version